এই লোকটি বিশাল মাপের ভদ্র লোক নাম তার “বাবুল” তার আচরন খুব স্মার্টনেস আমার জানা মতো সে প্রশাসনের সোর্স নামের দালাল হিসেবে কাজ করেন,
সবাই তাকে কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী বাজার এলাকার লোক বলে চিনে জানে,
খুবই গোপন সূত্রে খবর পেয়ে
গতকাল সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার থানাধীন কাবিলপুর গ্রামে আনসার ক্যাম্পের সামনের রাস্তা থেকে ১৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ভদ্রবেশী বাবুলকে পুলিশতাকে গ্রেপ্তার করেন।
উনার পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা উনি চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব-সাহাপুর গ্রামের মাদক কারবারি সৈয়দ নজরুল ইসলাম বাবুল অবশেষে ১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার হলেন দেবিদ্বার থানা পুলিশের হাতে।