মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টারঃ
আজ শনিবার, সিলেটে ধোপা দীঘির পাড়ে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত ধোপা দীঘির চতুর্দিকে ওয়াকওয়ে ও ছয় তলা বিশিষ্ট স্কুল ভবন নির্মাণ কাজ,
এবং ছয় তলা বিশিষ্ট ক্লিনার কলোনি ভবনের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়।
সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল ইসলাম চৌধুরীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন,
স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন ও ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।