মোটর সাইকেল দুর্ঘটনায় শ্রীনগরে একই পরিবারে আহত-৩
শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে
মোটর সাইকেল দুর্ঘনায় ফিরোজ (৩৫), স্ত্রী ফারজানা (২৬) ও ছেলে শাহাদাত হোসেন নূর(৯) নামে একই পরিবারের ৩ জন গুরুত্বর আহত হয়েছে।
(১০ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহত ফিরোজ (৩৫), স্ত্রী ফারজানা (২৬) ও ছেল শাহাদাত হোসেন নূর(৯)দের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
আহতরা ঢাকার বাসাবো এলাকায় বসবাস করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে মোটর সাইকেল নং-ডিএম ল-১৭-০৫২৬ যোগে ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে রওয়ানা হয়ে শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটর সাইকেলের চালক ফিরোজসহ স্ত্রী, সন্তান গুরুত্বর আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
শ্রীনগর উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়েছে।