বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল
শ্রীনগরের বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের-২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১১ জুন)শনিবার বেলা ১১টায় উপজেলার বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের আয়োজনে ৬৮ জন এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী হাজী রুহুল আমিন এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য গোলাম মোস্তফা, দাতা সদস্য সোলায়মান শেখ, অভিভাবক সদস্য মোঃ জামাল হোসেন, নুরে আলম মাদবর, তপন হাওলাদার, মোঃ মিরাজ, ভার প্রাপ্ত প্রধান শিক্ষিকা শিরিন আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম মুন্নি, শিক্ষক প্রতিনিধি মোঃ লুৎফর রহমান, সিরাজুল ইসলাম, মহিলা সংরক্ষিত সদস্য মনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ হাই শিকদার, প্রতিষ্ঠাতাকালীন সাবেক দাতা সদস্য মোতালেব হোসেন লাল মিয়া, নুরুল হক শেখ, আবুল হাশেম মোড়ল, বাবুল মাদবর, জোনায়েত শেখসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীবৃন্দ।