শ্রীনগরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত-৩
শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
(৭ জুন)মঙ্গলবার দুপুর ১ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের উপজেলার পুরাতন ফেরিঘাট নির্মাণাধীন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেলের ১ আরোহীর হাত দেহ থেকে বিচ্ছন্ন হয়ে যায়। স্থানীয়রা ও সেনা বাহিনীর সদস্যদের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত মোঃ সাদেক (২১), সাভার উপজেলার চুনার চর এলাকার দিলবড় মিয়ার ছেলে, আরোহী আরিফ হোসেন (২১) একই এলাকার তমিজউদ্দিন (২১), এদের মধ্যে সাদেক ও তমিজউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মোটর সাইকেলের আরোহীরা পদ্মা সেতু দেখে মাওয়া ঘাট এলাকায় আসে। ঢাকায় ফেরার পথে শ্রীনগর পাটাভোগ এলাকার পুরাতন ফেরিঘাট এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে স্বজোড়ে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এতে ২ জনের দেহ থেকে হাত আলাদা হয়ে যায়। সেনা বাহিনীর সদস্যদের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহিয়া জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে ঢাকা নিটোর (পঙ্গু) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের পরিবার সূত্রে জানা যায়, তারা ৩ জনই কেরানীগঞ্জ কলাটিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পরীক্ষার ফি জমা দিয়ে পদ্মা সেতু দেখতে মাওয়া ঘাটে গিয়েছিল তারা।