চাঁদপুর জেলা বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে চাদঁপুর সদর বিপনিবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন, তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান – মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় এবং মূল্য তালিকায় অসামঞ্জস্য পাওয়ায় ইউনাইটেড হসপিটালকে ১০,০০০/- এবং অপর একটি ফার্মেসী – মায়ের দোয়া তে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৮,০০০/- জরিমানা সহ সর্বমোট ১৮,০০০/-জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকশ টিম। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। ভোক্তা অধিদপ্তর এর প্রধান কার্যালয়ের আজকের নির্দেশনা মোতাবেক বিপনিবাগ ঔষধের দোকানে পরিদর্শন করা হয়েছে।
এসময় সহকারী পরিচালক নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে