সারা দেশের ন্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ (১২-১৫ জুন) ছাগলনাইয়া উপজেলা ব্যাপী সফল করার লক্ষ্য অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র হল রুমে এই সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শোয়েব ইমতিয়াজ নিলয়’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম, উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আরএমও ডাঃ সাকিব মোহাম্মদ সাব্বির, মেডিকেল অফিসার ডাঃ সাইফ উল্যাহ আল মহিউদ্দিন ভূঁয়া রনি, এমওডিসি সালমা রশিদ।
সভায় বক্তারা বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। এই জন্য প্রচার, প্রচারণাসহ সবাইকে সচেতন করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয় জানান, এ বছর আমরা উপজেলা ব্যাপী ১৪৫ টি কেন্দ্রে ৬-১১মাস বয়সীদের নীল ক্যাপসুল খাওয়ানো হবে ৩৪০৬ জন শিশুকে এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে ২৬০৯৫ জনকে। এছাড়াও বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র উদ্যোগে জিরো পয়েন্টে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।