ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক – সুপারভাইজারগনের ১২ দিনব‍্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৩, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর বেলাবতে শিক্ষক – সুপারভাইজারগনের ১২ দিনব‍্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। (০২ জুন) বৃহস্পতিবার সকাল ৯.০০ টায় বেলাব সরকারি টেকনিক‍্যাল স্কুল ও কলেজের হল রুমে মাসুদা ফারুক রত্নার সভাপতিত্বে এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাসুদা ফারুক রত্না (নির্বাহী পরিচালক, গ্রাম বিকাশ সহায়তা সংস্থা) সভাপতি। মো: আক্তার হোসেন শাহিন প্রধান অতিথি (উপজেলা নির্বাহী অফিসার ),বিশেষ অতিথি প্রকৌশলী মো: হারুন অর রশিদ (অধ‍্যক্ষ ভারপ্রাপ্ত,বেলাব টেকনিক্যাল স্কুল ও কলেজ), উপস্থিত ছিলেন জুলেখা শারমিন (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার )আরো উপস্থিত ছিলেন সুপারভাইজার শাজাহান সিরাজ, মনির হোসেন,ইমরান ও ৩৫ জন শিক্ষক -শিক্ষিকা মন্ডলী।

প্রধান অতিথি জনাব আক্তার হোসেন শাহিন (বেলাবো উপজেলা নির্বাহী অফিসার ) তিনি তার বক্তব্যে বলেন যে, শিক্ষার্থীদের যেন বিনোদনের মাঝে শিক্ষা প্রধান করা হয় এবং সৃজনশীলতা ভাবে বুঝানো।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন জানান যে শিক্ষার্থীদের জন্য সকল প্রকার সহযোগিতা করে যিবেন তিনি। তিনি আরো বলেন যে, শিক্ষার্থীদের যেন পরিষ্কার-পরিচ্ছন্ন তাকে।

বিনোদনের মাধ্যমে প্রশিক্ষণ কার্যকম করা হয়।

বিশেষ ভাবে সঞ্চলনায় ছিলেন ম‍্যানেজার মিজানুর রহমান (বেলাব উপজেলা ) ও নয়ন কুমার সরকার (জেলা ম‍্যানেজার নরসিংদী )।

আয়োজনে : জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব‍্যুরো,
সহযোগী বাস্তবায়নকারী সংস্থা : পিপলস্ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও)।

Don`t copy text!