লক্ষ্মীপুর রায়পুর উপজেলাতে নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিজান মুন্সী, ডিউটি ডাক্তার আসাদুজ্জামানসহ অজ্ঞাত ব্যাক্তিদের নামে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৩০মে) লক্ষ্মীপুর চীপ জুডিশিয়াল মেজিস্টেড আদালতের (আমলী অঞ্চল রায়পুর) সিনিয়র জুডিশিয়াল মেজিস্টেড মো. তারেক আজিজ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জাতীয় ও স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকের অনৈতিক কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পাশাপাশি নারী স্টাফদের সাথে আপত্তিকর ভিডিওর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যেমে ব্যাপক ভাইরাল হয়। যা সিনিয়র জুডিশিয়াল মেজিস্টেড মো. তারেক আজিজের দৃষ্টিগোচর হলে তিনি রায়পুর থানার অফিসার ইনচার্জকে আদেশ প্রাপ্তির ৫ কার্যদিবসের মধ্যে FIR রুজু করে আদলতকে অব্যহতি করা নির্দেশ প্রদান করেন।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন থেকে নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নারী স্টাফদের সাথে জোরপূর্বক অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিলেন হাসপাতালের মালিক মিজান মুন্সী, ডিউটি ডাক্তার আসাদুজ্জামানসহ হাসপাতালের কয়েকজন পরিচালক। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর এই নিজে বেশ কয়েকটি গণমাধ্যমের সংবাদ প্রকাশ হয়। এতে হাসপাতালের মানিক মিজান মুন্সী নিজের দোষের কথা স্বীকার করেন এবং এই কাজে কেউ তাকে বাধা দিতে পারবে না বলেও সাংবাদিকদের জানান।