আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা মহামারী সহনশীল পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে। আজকে বাংলাদেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ, যত বাধাই আসুক সকল বাধা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবো। ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও কর্মসংস্তানের লক্ষে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে গরিব ও অসহায়দের মাঝে অর্থের হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলছিলেন।
৩১ মে বুধবার বিকালে চাঁদপুর জেলা আওয়ামিলীগ কার্যালয়ে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির আয়োজন অনুষ্ঠানে তিনি আরো বলেন আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে কোন পরাশক্তির চক্রান্ত সফল হবে না। অতিতের সরকরা জনগনকে কিছুই দেয়নি বর্তমানে আওয়ামীলীগ সরকার এবং দল থেকে বেকার নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং গরিব, অসহায়, অসুস্থ ব্যাক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নগদ অর্থ বিতরন করছেন।
বাংলাদেশ ত্রান ও সমাজকল্যাণ উপকমিটির সমন্বয়ক আখলাকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট কাজী হাবিবুর রহমা সহ অন্নান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় ৪০ বেকার নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং গরিব, অসহায়, অসুস্থ ১৪ জন ব্যাক্তির মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়ে।