নিজস্ব সংবাদদাতা ॥
মীরসরাইয়ের হিঙ্গুলীতে পানিতে ডুবে আদনান সিদ্দিকী আদিব নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ডুবে এই শিশুটির মৃত্যু হয়। নিহত আদিব উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামালপুর গ্রামের কলিম উদ্দিন মহাজন বাড়ির নিজাম উদ্দিন লিটনের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য এমরানুল হক এমরান জানান, ঘটনার দিন দুপুরে খেলার ছলে সকলের অগোচরে হারিয়ে যায় শিশু আদিব। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ি সংলগ্ন পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।