ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল কলেজ পড়ুয়া ছাত্রের প্রাণ,আজ সকাল ১১টার সময় শহরের বাইপাস সড়ক রংধনু পেট্রোল পাম্পের অপরদিকে লিয়ন সেক (১৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ঘটনা সূত্রে জানাযায়, নিয়ন কৈজুরী ইউনিয়ন পিয়ারপুর গ্রামের সোরহাব হোসেন এর পুত্র,লিয়ন আহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজে পড়ুয়া ছাত্র, তিনি বাসায় ফেরার পথে ট্রাক চাপায় নিহত হন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।