ঢাকামঙ্গলবার , ৩১ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৩১, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-বাজারে চাল মজুদের দ্বায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ (৩১ মে) দিনাজপুর বিরামপুর বাজার পন্যের দাম অসহনীয় পড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বাজার মনিটরিং করার সময় নিয়ন্ত্রণে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৬ টি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। বাজার নিয়ন্ত্রণে এ ধরণের মোবাইল কোর্ট চলতেই থাকবে। একই সাথে বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে না পারায় রফিকুল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে।

উক্ত অভিযানে সহযোগিতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং বিরামপুর থানার পুলিশ সদস্যবৃন্দ। এবিষয়ে স্হানীয় জনসাধারণের নিকট জানতে চাইলে তারা বলেন,বর্তমান বাজারে প্রতিটি পন্যের সব জিনিসের দাম বেশি জন জিবন বিপাকে পড়েছে। বাজার নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বাজার মনিটরিং অব্যাহত রাখলে জনসাধারণ কিছুটা হলেও স্বস্তি পাবে বলে মন্তব্য করেন।।



Don`t copy text!