যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি আহমদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে রীতিমতো ভোটের আমেজ। এ নির্বাচনে মোট ৩টি প্যানেল লড়ছে। তাঁর মধ্যে মো. গোলাম মোক্তাদির মন্টুর প্যানেলে রয়েছেন আজহারুল ইসলাম মোল্লা, বাবর আলী বিশ্বাস, হাবিবুর রহমান গাজী, আজিজুর রহমান গাজী ও মহিলা মরিয়াম খাতুন এ নির্বাচনে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। এই প্যানেলের প্রধান বিশিষ্ট সমাজসেবক মো. গোলাম মোক্তাদির মন্টু স্থানীয় হাজরাকাটি বেলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক হাজরাকাটি বেলতলা বাজারের। এবার ওই মাদ্রাসার নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে। ফলে জমে উঠেছে রাজনৈতিক মহল। কয়েকজন স্থানীয়রা বলেন- এবার মাদ্রাসার নির্বাচনে গোলাম মোক্তাদির মন্টু প্যানেল জিতবে আমরা আশাবাদী। মানুষের কাছ থেকে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। এলাকার প্রত্যেকটি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন গোলাম মোক্তাদির মন্টুর প্যানেল দেখা গেছে। আমরা তার জন্য দোয়া ও আশীর্বাদ করি। উল্লেখ্য: এ নির্বাচন আগামী ৪ই জুন শনিবার মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।