“মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার ” এই পতিপাদ্যকে সামনে রেখে, কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা এলাকার বিভিন্ন ব্যাংক, বিকাশ এজেন্ট ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে নিরাপত্তা সংক্রান্ত ও সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মে) কুলিয়ারচর থানা পুলিশের আয়োজনে, ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা এর অফিস কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় কুলিয়ারচর থানাধীন বিভিন্ন ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এজেন্ট,ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগনের সাথে নিরাপত্তা সংক্রান্তে সচেতনতা মূলক বক্তব্য ও পরামর্শ বিনিময় করেন, থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা এবং এলাকার বিভিন্ন ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এজেন্ট ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।