কচুয়া উপজেলার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়ার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৯/০৫/২০২২ইং তারিখে এস.আই (নিঃ) মোঃ সুদীপ্ত শাহীন ও এএসআই (নিঃ) সাগর সেন সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া থানাধীন খাজুরিয়া সাকিনস্থ কুমিল্লা টু চাঁদপুর সড়কে চেকপোষ্ট বসিয়ে বোগদাদ বাস এর ভিতর তল্লাশি চালিয়ে১. সৈদয় মেহেদী হাসান সবুজ(২৯), পিতা-মৃত সৈয়দ বাবুল হোসেন, সাং-দক্ষিণ আটং, থানা-পালং মডেল (সদর), জেলা-শরীয়তপুর এর নিকট হইতে ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য -১৫,০০,০০০/-(পনের লক্ষ) টাকা
২. মোঃ ইকবাল হোসেন (৩৬), পিতা-মৃত আক্তারুজ্জামান, সাং-শাসনপাড়া, ৩. মোঃ সুমন খন্দকার (৪৩), পিতা-মানিক খন্দকার, সাং-আইটিটি, উভয় থানা-লালমাই, জেলা-কুমিল্লা নিকট হইতে ০২ কেজি গাঁজা,যার আনুমানিক মূল্য ৪০,০০০/- টাকা উদ্ধার করেন।মাদক সহ আসামী গ্রেফতারের বিষয় টি অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া নিশ্চিত করে বলেন এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।