মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কুলিয়ারচরে মেসার্স সালমান এন্টারপ্রাইজের উদ্বোধন সিরাজদিখানে স্মার্ট কার্ড বিতরণ উপজেলা পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক  ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস আজ ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু মাষ্টার কে কুপিয়েছে দূর্বৃত্তরা ব্যস্ত প্রবাস জীবনে আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাৎসরিক বনভোজন ও পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বাংলাদেশী যুবক গ্রেফতার ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন চিন্ময় কৃষ্ণদাস এর মুক্তির দাবিতে হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-২৩ কুলিয়ারচরে ৪ ইউপি চেয়ারম্যান অপসারণ, অফিস আদেশ জারি আবুধাবির লিওয়া এলাকায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেন প্রবাসী মোহাং শাহিন আলম। মুক্তি পাচ্ছে শওকত সজল অভিনীত ‘ভয়াল’
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

শ্রীনগরে ইউনিয়ন পরিষদে তদন্তধীন অপহরণ মামলার সালিশে সংঘর্ষ আহত-৬

ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ প্রতিনিধি / ২৫২ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ২৮ মে, ২০২২, ৮:০০ অপরাহ্ণ

শ্রীনগরে ইউনিয়ন পরিষদে চলমান অপহরণ মামলার সালিশে সংঘর্ষ আহত-৬

শ্রীনগরে ইউনিয়ন পরিষদে চলমান অপহরণ মামলায় ইউপি চেয়ারম্যান পক্ষপাতিত্ব সালিশ করায় দুই পক্ষের সংঘর্ষে চেয়ারম্যান ও মেম্বারের ব্যাক্তিগত সহকারী সহ ৬জন আহত হয়েছে।
(২৮মে)শনিবার বেলা পৌণে ১২টার দিকে উপজেলার ৪নং ষোলঘর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের অফিস কক্ষে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত কাউসার(১৯), ফয়সাল(১৯), আতিক(২০), সাইদুল মুন্সী(৪০), রাজু দেওয়ান(৩২) ও নাহিদ মোড়ল(২৪)দের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
আহত কাউসার ষোলঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের দেলোয়ারের ছেলে, ফয়সাল একই এলাকার সুলতানের ছেলে, আতিক মনিরের ছেলে, সাইদুল মুন্সী ষোলঘর পুরোহিত পাড়া মৃত হালিম মুন্সীর ছেলে রাজু দেওয়ান ষোলঘর জোড়দিঘীপাড় নজরুল দেওয়ানের ছেলে ও ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের ব্যাক্তিগত সহকারী এবং নাহিদ মোড়ল ইউনিয়নের সমসাবাদ গ্রামের এনায়েতের ছেলে ও ইউপি সদস্য মখদম খালাশীর ব্যাক্তিগত সহকারী।

এঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়েন করেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ৪মে হাসাড়া কবরস্থান থেকে ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকার হাবু ষোঘের ছেলে সাগর ঘোষ, অপূর্ব ঘোষগং অপরাপরদের সহায়তায় একই এলাকার বাদল খালাশীর মেয়ে রিয়ামনি(২০)কে অপহরন করে নিয়ে যায়।

এ ঘটনায় বাদল খালাশী বাদী হয়ে সাগর ঘোষ সহ ৬কে বিবাদী করে শ্রীনগর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। যার মামলা নং ৩(০৫)২২। এই মামলায় থানা পুলিশ সাগর ঘোষ ও অপূর্ব ঘোষকে পুলিশ গ্রেফতার করে কোর্টে প্রেরন করলে অপূর্ব ঘোষ জামিনে মুক্ত হয়।
শনিবার বেলা ১১টার দিকে উক্ত মামলায় বাদী বাদল খালাশী সহ মেয়ে রিয়ামনির শ্বশুর জুয়েল ভূইয়া ও জামিনে আসা অপূর্বসহ তাদের আত্মীয় স্বজনদের নিয়ে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম সালিশ শুরু করে। সালিশে ইউপি চেয়ারম্যান মামলার বাদী বাদল খালাশীর পক্ষ নেয়ায় উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কে একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় চেয়ারম্যানের হুকুমে তার ব্যাক্তিগত সহকারী রাজু দেয়ান ও ইউপি সদস্য মখদমের ব্যাক্তিগত সহকারী নাহিদ মোড়ল (২৪), কেয়টখালী গ্রামের সাগর(২৬), খৈয়াগাঁও গ্রামের অমিত(২২), আশিক(২০), শাকিল(২২), মৃদুল(২৩), ইমন(২২), জিহাদ(২২), সজল(২৩), সজীব(২২)সহ আরো অজ্ঞাতনামা ২০/২৫জন হাতে কাঠের চলা, হকিস্টিক, দা, লোহার রড ইত্যাদি নিয়ে প্রতিপক্ষের আতিক, সাইদুল মুন্সীদের উপর আক্রমন করে এলোপাথারীভাবে মারপিট করে তাদের গুরুত্বর জখম করে। উভয় পক্ষের সংঘর্ষ চলাকালীন সময় রাজু দেওয়ান ও নাহিদ পথচারী কাউসার ও ফয়সালকে হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম করে এবং পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। একপর্যায়ে রাজু দেওয়ান ও নাহিদ দৌড়ে সাইদুল মুন্সীকে মারতে গেলে পড়ে গিয়ে আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
আহত সাইদুল মুন্সী জানান, আমি নিজ বাড়ী থেকে সিমেন্ট ক্রয়ের জন্য ষোলঘর বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে পরিষদের সামনে গিয়ে দেখি রাজু দেওয়ান,সাগর, অমিত গং পথচারীসহ কয়েকজনকে কাঠের চলা দিয়ে এলোপাথারী মারপিট করছে। তখন আমি আহতদের উদ্ধার করতে গেলে চেয়ারম্যান আজিজুল বলে সাইদুল এনে কেন ওকে পিটা। চেয়ারম্যানের হুকুমে রাজু দেওয়ান,সাগর, অমিত গং আমাকে বেধরক মারপিট করে আহত করে একপর্যায়ে আমি আত্মরক্ষায় দৌড় দিলে রাজু ও অমিত দৌড়ে আমার পিছু নিলে পড়ে যায়।
এ অভিযোগের ব্যাপারে ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, আমার সাথে কারো কোন কথা কাটাকাটি বা সংঘর্ষ ঘটেনি। সালিশে আসা উভয় পক্ষ বালুর মাঠে সংঘর্ঘে জড়িয়ে পড়ে। অপহরণের সালিশ আপনি করতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অপর একটি সালিশ ছিল। অপরহরণে মামলার সালিশ না। উভয় পক্ষ আসছিল সেরকম ভাবে কোন শুনানি হয়নি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমি ঘটনার ব্যাপারে শুনছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!