ময়মনসিংহের নান্দাইল পৌরসভা সদর ইছহাক শপিং সেন্টারে শনিবার (২৮মে) ইছহাক হেরিটেজ মূল্য ছাড়ের দোকান আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ)শামসুল ইসলাম শামছ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী আ.ক.ম.আনোয়ারুল ইসলাম চান,নান্দাইল পৌরসভার সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃএনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজি, রমেশ কুমার প্রার্থ সহ এলাকার গন্যমান্য৷ ব্যক্তিবর্গ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
ইছহাক হেরিটেজ মূল্য ছাড়ের দোকান থেকে প্রতি সপ্তাহে ২শত গরিব মানুষের মাঝে ৩৫টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ৫৫ টাকা কেজি দরে ১ কেজি ডাল বিতরন করা হবে।
উল্লেখ্য মরহুম সমাজসেবক মোঃইছহাক ভূইয়ার সন্তানেরা তাদের নিজস্ব অর্থায়নে ভূর্তকি মূল্যে এই দোকান পরিচালনা করেন। ইছহাক হেরিটেজ মূল্য ছাড়ের দোকানের চেয়ারম্যান হিসাবেসৌদি প্রবাসী বিএন পি নেতা ও দানবীর এ কে এম রফিকুল ইসলাম সার্বিক সার্বিক সহযোগিতা করবেন বলে সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল জানিয়েছেন।