জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) খেলায় চাঁদপুর পৌরসভা বালক মতলব দক্ষিণ বালক একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং বালিকা (অনুর্ধ্ব-১৭) মতলব দক্ষিণ একাদশকে হারিয়ে চাঁদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
২৬ মে বৃহস্পতিবার বিকাল ৪ টায় চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক (অনুর্ধ্ব-১৭) একাদশে মতলব দক্ষিণ কে ০-২ গোলে হারিয়ে চাঁদপুর পৌরসভা বিজয় অর্জন করে।
বালিক (অনুর্ধ্ব-১৭) খেলায় চাঁদপুর সদর উপজেলা ৯-০ গোলে মতলব দক্ষিণ একাদশকে হারিয়ে বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা পরিষদের প্রশাশক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর সার্কেল আসিফ মহিউদ্দীন, মতলব দক্ষিন উপজেলা সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারন সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু মতলব ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম আলেক প্রমূখ।