ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌর সভা এলাকায় দরিদ্র, অসহায় মানুষের মাঝে ১২ হাজার হাঁস বিতরণ করার জন্য ৬৩ লক্ষ ৫৮ হাজার ৩শত ৫০ টাকা ওয়ার্ল্ড ভিশন কেন্দ্রীয়ভাবে বরাদ্দ প্রদান করে। প্রতিজন দরিদ্র উপকার ভোগিকে ২০টি করে হাঁস প্রদান, তাদের প্রশিক্ষন ও হাসের খাবার প্রদান এই প্রকল্পের আওতায় রয়েছে। উপজেলার চন্ডীপাশা, আচারগাঁও, শেরপুর ও নান্দাইল ইউনিয়ন এবং নান্দাইল পৌর সভা এলাকায় ওয়ার্ল্ড ভিশনের কার্য এলাকা। বুধবার (২৫ মে) এই হাঁস বিতরণ কর্মসূচির উদ্ভোধন করা হয়। বিতরণকৃত হাঁস ওয়ার্ল্ড ভিশনের কেন্দ্রীয় নিদের্শনা মোতাবেক ক্রয় করা হয়নি বলে জানাগেছে। বাজার থেকে অপেক্ষাকৃত ছোট জাতের (বাচ্চা হাঁস) সরবরাহ করা হয়েছে। এবিষয়ে ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এপির ম্যানেজার সুমন রুরাম জানান, টেন্ডারের মাধ্যমে ১২ হাজার হাঁস ক্রয় করা হবে। ৬শত উপকার ভোগির তালিকা ওয়ার্ল্ড ভিশনের গ্রাম উন্নয়ন কমিটি কর্তৃক প্রনয়ন করা হয়েছে। নিম্মমানের হাঁস প্রদানের বিষয়টি সঠিক নয়। এদিকে নান্দাইল পৌর সভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইঁয়া ইতি পূর্বে অভিযোগ করেন, ওয়ার্ল্ড ভিশনের কয়েকটি গ্রাম উন্নয়ন কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। কমিটির লোকজন মনগড়াভাবে দায়িত্ব পালন করেন। অনুসন্ধানে জানাগেছে, নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন সময়ে সুবিধা প্রাপ্ত ব্যক্তিরা গ্রামে ধনী ব্যক্তি হিসাবে পরিচিতি রয়েছে। চলতি হাঁস বিতরণ প্রকল্পে আচারগাঁও ইউনিয়ে ধনী ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। ইতি পূর্বে গরু বিতরনের সময় নানা ধরনের অনিয়ন দেখা গেছে। নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরনের বিষয়টি এবং কারা এ সুবিধা প্রাপ্ত হয়েছে এবং বিধিসমত হয়েছে কি না বিষয়টি এনজি বিষয়ক ব্যুারো সহ প্রশাসনের কর্মকর্তা এবং ওয়ার্ল্ড ভিশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরীভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন।