চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল ঘোষণা
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. আলী আশ্রাফ খান সোমবার এ নির্বাচনী তফসিল স্বাক্ষর করেন।
নির্বাচনী তফসিল সূত্রে জানা গেছে, ২৫ মে থেকে ২৮ মে পর্যন্ত বিদ্যালয়ে অফিস চলাকালীন প্রধান শিক্ষককের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান করা যাবে। ২৯ মে মনোনয়নপত্র বাছাই ৩০ মে থেকে ১ জুন মনোনয়নপত্র প্রত্যাহার।
১৪ জুন মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বিল্লাল হোসেন সরকার জানান, ‘বিদ্যালয়ের মোট ৫৭৮জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচন করবেন। নির্বাচন প্রক্রিয়া গ্রহণের লক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’