চাঁদপুরের কচুয়ায় খিলমেহের গ্রামে পাওনা টাকা চাওয়ায় মঙ্গলবার রাতে হাফেজ মো. আজম পাঠান নামের এক প্রবাসীকে কে হামলা, মারধর ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আহত আজম পাঠান বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালে চিকিৎসাধীন আহত আজম পাঠান জানান, তিনি কুয়েতে থাকা কালীন একই গ্রামের প্রতিবেশী মিজানুর রহমান কে বেশকিছু টাকা ধার নেন। পরবর্তীতে মিজানুর রহমান কুয়েত থেকে দেশে ফিরে আসেন এবং তার পাওনা টাকা দিবো দিচ্ছি বলে কয়েক বছর চলে গেলেও পাওনা টাকা ফেরত দেয়নি।কিছুদিন আগে হাফেজ আজম পাঠান ছুটিতে বাড়িতে আসেন, মঙ্গলবার পাওনা টাকা ফেরত চাইলে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রাতে আজম পাঠান বাড়ি ফেরার পথে পূর্বে ওৎপেতে থাকা মিজান তার গলা চেপে হত্যার চেষ্টা ও মারধর করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হাসপাতালে নিয়ে ভর্তি করান।স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন জানান, প্রবাসীকে পাওনা টাকা নিয়ে মারধরের বিষয়টি শুনেছি।এদিকে অভিযুক্ত মিজানুর রহমানের বক্তব্য জানতে মোবাইলে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন মিয়া জানান, প্রবাসীর উপর হামলার বিষয়টি জানা নেই। তবে অভিযোগ করলে দোষীর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।