ঢাকাসোমবার , ২৩ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর শহরের নতুন আলিমপাড়ায় প্রবাসীর বাসায় দূর্ধ্বর্ষ চুরি! স্বর্নালংকার ও নগদ অর্থ লুট-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৩, ২০২২ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের নতুন আলিমপাড়া প্রতাপসাহা সড়কের পাটওয়ারী কটেজের বাসার তালা ভেঙে দূর্ধ্বর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ মে) দুপুর আনুমানিক ২ঃ৩০ মিনিটে ফিরোজ খানের পঞ্চম তলা বাসার তালা বেঙে ২ ভরি স্বর্নালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ঘটনার বিবরনে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী সাহেলা আক্তার জানান আমি দুপুর ১:৩০ মিনিটি বাসায় তালা লাগিয়ে বাহিরে বের হই। দুপুর ৩:৩৯ মিনিটে আমার ভাই বাসায় পিরে দেখে বাসার তালা বাঙা ও রুমের ভিতরে আসবাবপত্র এলোমেলো ভাবে পরে আছে। আমাদের রুমে থাকা মালামাল ঠিক আছে কিনা নিশ্চিত হলে ২ ভরি স্বর্নালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে নিশ্চিত হই। পরে চুরির ঘটনাটি চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এস আই ছালেউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন আমরা দেখলাম খোজ খবর নিচ্ছি যততারাতারি সম্ভব চোর শনাক্তের চেষ্টা করা হবে বলে তিনি জানান। এ ব্যাপারে ওসি তদন্ত সুযন কান্তি বড়ুয়া বলেন ইতি মধ্যে আমরা ৩ টা গ্রুপ কে ধরেছি, আবার নতুন একটা চোরের গ্রুপ নেমেছে তাবে খুব শিগগিরই তাদের কেও ধরা হবে।

Don`t copy text!