পাইকগাছায় বোরো ধান চাল সংগ্রহ শুরু লক্ষ্যমাত্রা ৮৯৬ মেট্রিকটন।গতকাল বোরো সংগ্রহ ২০২২ মৌসুমে খাদ্য শস্য সংগ্রহের শুভ উদ্বোধন হয়েছে।
উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে খাদ্য শস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।
এ সময় আরও উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিবুপদ ঘোষ, ইন্সপেক্টর দেবপ্রসাদ দাশ, অনাথবন্ধু সরদার, পবিত্র মন্ডল, বিকাশ মন্ডল, বিশ্বনাথ দাশ,গোপাল সরদার প্রমূখ।
এ মৌসুমে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২২ এর আওতায় ধান ৭৩৭ মেঃটন প্রতি কেজি ২৭ টাকা, সিদ্ধ চাল ১৫৯ মেঃটন প্রতি কেজি ৪০ টাকা দরে সরকার ক্রয় করবে। সংগ্রহের সময় সীমা ১৮.০৫.২০২২ থেকে ৩ মাস পর্যন্ত। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, ধান ক্রয়ের ক্ষেত্রে কৃষকদের কে উৎসাহিত করার জন্য ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রান্তিক চাষী যাতে সুযোগ পান সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন। সরকারী নীতিমালা মোতাবেক লাইসেন্সধারী মিল হতে সিদ্ধ চাউল সংগ্রহ এবং ধান চাল ক্রয় করা হবে।