কচুয়া উপজেলাধীন বাইছারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের স্কুল মুখী করার লক্ষে মতবিনিময় সভা করা হয়েছে।সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করা হয়।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি একেএম আব্দুল্লাহ আল বাকী বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসে কিনা এবং বাড়িতে নিয়মিত পড়ালেখা করে কিনা তাও খেয়াল রাখতে হবে। বিশেষ করে শিক্ষকরা প্রতিদিন বিদ্যালয়ে যথাসময়ে এসে মিটিং এর মাধ্যমে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে এ বিদ্যালয়ের শিক্ষার মান এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন,সাবেক বিদ্যুাৎসাহী সদস্য মিজান সরকার,সমাজসেবক তকদির হোসেন প্রধান,সিনিয়র শিক্ষক কলিম উল্যাহ,বলরাম দাস,কামরুল ইসলাম সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।