অফিসার ইনচার্জ, কচুয়া থানার নির্দেশনায় গতকাল এস.আই (নিঃ) মোঃ সুদীপ্ত শাহীন সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন ০৯ কড়ইয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের নারায়ন সূত্রধর এর রান্না ঘরের সামনে তল্লাশি চালিয়ে ১.মোঃ ওমর ফারুক(৪২), পিতা-মৃত আঃ জলিল, মাতা-সূর্যবানু ,স্থায়ী: গ্রাম- নলুয়া (সাবেক সাত্তর চেয়ার ম্যান এর বাড়ী) ,থানা- কঁচুয়া, জেলা -চাঁদপুর, ২. মোঃ হানিফ মিয়া(২০), পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-পেয়ারা বেগম ,স্থায়ী: গ্রাম- নলুয়া (আমজাদ তলীয়া প্রধানীয়া বাড়ী, ০৪ নং ওয়ার্ড) , থানা- কঁচুয়া, জেলা -চাঁদপুর, ৩. রিপন মজুমদার প্রকাশ নূর উদ্দিন(৩০), পিতা-মোঃ মোস্তফা মজু মদার, মাতা-নুরজাহান ,স্থায়ী: গ্রাম- সাহেদাপুর (মজুমদার বাড়ী) , থানা- কঁচুয়া, জেলা –চাঁদপুর ৩০০ গাঁজা, মূল্য অনুমান ৬,০০০/- টাকাসহ আটক করেন। এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া অদ্য ২২/০৫/২০২২ইং তারিখ আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।