চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে আওয়ামী মৎসজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার আইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি প্রানকৃষ্ণ দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালেহীন খলিলেল পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আইয়ুব আলী পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,জেলা মৎসজীবী লীগের সদস্য জসিম উদ্দিন,উপজেলা মৎসজীবী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সহ আরো অনেকে। পরে ত্রি-বার্ষিক সম্মেলনে ওই ইউনিয়নের মৎসজীবী লীগের সভাপতি হিসেবে মো. আনোয়ার হোসেন সর্দার ও সাধারন সম্পাদক পদে বশির আহমেদ কে নির্বাচিত করা হয়। এসময় মৎসজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কারাবন্দি বিবএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন
মোঃহারুনুর রশিদ কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী,সদস্য সচিব,চাঁদপুর টাইমস ও চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী ইব্রাহিম জুয়েল,সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোলেমান ঢালী,কচুয়া উপজেলা বিএনপি’র সদস্য ওবায়েদ উল্যাহ ভুলনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কচুয়া-সাচার সড়কে আকানিয়া বিশ্বরোড এলাকায় এ মানবন্ধন কর্মমূচি পালন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী মো. শাহজাহান সিরাজের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান,সহ-সভাপতি মিজানুর রহমান পাঠান,যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আলামিন,কচুয়া পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম বকাউল,সাংগঠনিক সম্পাদক আমান উল্যাহ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হক ও মিজানুর রহমান। এসময় বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহন করেন।
বিভিন্ন মহেলর শোক
কচুয়ায় অবসরপ্রাপ্ত ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা শহীদ উল্যাহ বাচ্চু মিয়াজী আর বেচেঁ নেই দাফন সম্পন্ন
মোঃহারুনুর রশিদ-কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
কচুয়া উপজেলার সুবিদপুর গ্রামের অধিবাসী,বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত জেলা ও ত্রান পূর্নবাসন কর্মকর্তা মো. শহীদ উল্যাহ বাচ্চু মিয়াজী ইন্ত্মেকাল করেছেন (ইন্নালি….. রাজিউন)। তিনি শুক্রবার দুপুরে গাজীপুর সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ওইদিন বাদ এশা জানাযা শেষে মরহুমের লাশ সুবিদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃতু্যকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যা গুনগাহী রেখে গেছেন। তিনি গাজীপুরস্থ সিটি মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: রিফায়েত উল্যাহ শরীফের গর্বিত বাবা ছিলেন। মরহুমের মৃতু্যতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,কুমিলস্নাস্থ কচুয়া সমিতির সভাপতি ডা. এমএ মালেকসহ দলীয় নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।