চাঁদপুরের কচুয়া থানার বিশেষ অভিযানে এস.আই (নিঃ) মোঃ রাজ্জাক আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া থানাধীন খাজুরিয়া সাকিনস্থ কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক সড়কের খাজুরিয়া যাত্রী ছাউনির সামনে কুমিল্লা থেকে ছেড়ে আসা বোগদাদ বাস তল্লাশি করে আসামী- মোঃ দ্বীন ইসলাম ভূইয়া(৪২), পিতা-মৃত ইউসুফ আলী ভূইয়া, সাং-পাঁচকাঠি, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর এর কাছ থেকে ০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ মহিউদ্দিন জানান, আমরা মাদকের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্সে আছি।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচার হচ্ছে,নির্দেশ মোতাবেক থানার অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পরর্বতীতে আসামী কে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।