কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে সদর থানা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি শহরের লিল্লাহ মসজিদের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দক্ষিণ তেমুহনীতে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এসময় এ্যানিসহ বিএনপি’র আন্দোলনের হুমকির কঠোর সমালোচনা করে শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করার অপচেষ্টা রুখে দেওয়ার আহবান জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, পৌর সভাপতি সৈয়দ আহম্দে পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর প্রমুখ। এসময় দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার লক্ষ্মীপুরে বিএনপি’র এক সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন। এসময় এ্যানি বলেন, কোথাও আঘাত করলে পাল্টা আঘাত শুরু হবে। এখন আর মাইরের উপর কোন ওষুধ নাইসহ নানা উস্কানিমূলক বক্তব্য রাখেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।