শ্রীনগরে ২য় বার বাড়ৈগাঁও ইসলামিয়া হাই স্কুলের সভাপতি নির্বাচিত হাজী রুহুল আমিন
শ্রীনগরে টানা দ্বিতীয়বার বাড়ৈগাঁও ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী রুহুল আমিন।
বৃহস্পতিবার (১৯মে) বৃহস্পতিবার দুপুরে বাড়ৈগাঁও ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোস্তফার প্রস্তাবে ও মহিলা সদস্য মর্জিনা বেগম মুন্নীর সমর্থনে এবং সদস্যদের সমর্থনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী বর্তমান সভাপতি হাজী রুহুল আমিনকে ২য় বারের মত সভাপতি হিসেবে ঘোষনা দেন।
উল্লেখ্য গত ১৭ মে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফীর পরিচালনায় বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সেখানে
দাতা সদস্য হিসেবে সোলাইমান শেখ অভিভাবক সদস্য হিসেবে মোঃ জামাল হোসেন,নুরে আলম মাদবর, তপন হাওলাদার, মোঃ মিরাজ নির্বাচিত হয়।