মৌলভীবাজারে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করায় সহ বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন শ্রীমঙ্গলের ধোপারহাট ও শমসেরগঞ্জ বাজারে এ অ’ভিযান চালান। এ অভিযানে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রেব)-৯-এর সদস্যরা ছিলেন।
অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রি করা, তেল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করা, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ধোপারহাট বাজারের আগনসি ভেরাইটিজ স্টোর, পিন্টু ভেরাইটিজ স্টোর ও শমসেরগঞ্জ বাজারের মেসার্স মামুন স্টেশনারি ও ভেরাইটিজ স্টোর, আটঘর এন্টারপ্রাইজের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অ’ভিযানে ছয় হাজার ৫০লিটার সয়াবিন তেল জ’ব্দ করা হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে সিলগালা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা কর হয়।
মো. আল-আমিন জানান, জব্দ করা সয়াবিন তেল ভোক্তাদের কাছে ন্যায্য দামে বিক্রি করার ব্যবস্থা করা হয়।