কচুয়া উপজেলার বারৈয়ারা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে পাওনা টাকার অজুহাত দেখিয়ে দেবর কর্তৃক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরম্নপায় হয়ে ন্যায় বিচার দাবি করে অভিযুক্ত দেবর রাসেলকে প্রধান আসামী করে গতকাল সোমবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নাজমা বেগম এর স্বামী নাজমুল হোসেন মালয়েশিয়া থাকার সুবাদে আমার স্বামীর কাছে টাকা পাওনার অজুহাত দেখিয়ে দেবর রাসেল বিভিন্ন সময় কারনে অকারনে মারধর ও দেশীয় দা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। শনিবার বাদীর শ্বশুর তুচ্ছ ঘটনায় গালমন্দ করলে এক পর্যায়ে রাসেল এসে তার চুল ধরে কিল ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়।
এসময় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করতে চাইলে এবং স্বামী নাজমুল বিভিন্ন ভাবে অর্থ দিলে ও রাসেল প্রভাব খাটিয়ে ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদর্শন করে।
নাজমা বেগম দৈনিক বাংলার অধিকার কে জানান, আমার স্বামী নাজমুল একজন সহজসরল লোক। তিনি মালয়েশিয়া থাকায় ঘরে উপযুক্ত মেয়ে নিয়ে কষ্টে জীবন যাপন করছি।
দেবর রাসেলের টাকা পরিশোধ করা সত্বেও দেবর ও শ্বশুরসহ অন্যান্যরা কারনে,অকারনে আমাকে নানান ভাবে ভয়ভীতি হয়রানি করছেন। আমি আমার উপর হামলার বিচার চাই।
তবে অভিযুক্ত রাসেল মুঠোফোনে তার ভাবীর উপর হামলা ও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।