বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ মুন্সীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

পূর্বের দামে তেল পেতে অভিযানের অপেক্ষায় সাধারন ক্রেতারা-দৈনিক বাংলার অধিকার

সুবাস দাস  (পটুয়াখালী)বরিশাল  প্রতিনিধি। / ১৪৬ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ১৪ মে, ২০২২, ১২:১০ পূর্বাহ্ণ

বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের অপেক্ষায় থাকেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে দ্ররিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখতে পেলেই জানতে চাচ্ছেন- এটা ভোক্তা অধিকারের অভিযান কি না।
মানুষের আশা-আকাঙ্ক্ষা এখন ভোক্তা অধিকার।

আর যারা নিশ্চিত হতে পারছেন তারা ‘ন্যায্য মূল্যে’ সয়াবিন কেনার জন্য সেই বাজারে দীর্ঘক্ষণ অ’পেক্ষা করছেন।
বরিশাল শহরতলীর তালতলী বাজারে আবু বকর নামে এমনই একজন ক্রেতা বলেন, পত্র-পত্রিকা খুললেই দেখা যায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বরিশালের বিভিন্ন বাজার থেকে আগে মজুদ করা সয়াবিন তেল উদ্ধার করে, তা আগের নির্ধারিত মূল্যেই ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। তাই আজ আমাদের এ বাজারে অ’ভিযান পরিচালনার দৃশ্য দেখে দাঁড়িয়ে আছি। তবে শুধু আমি নই, এভাবে অনেকেই দাঁড়িয়ে আছেন যদি আগের দামে সয়াবিন কিনতে পারেন সেজন্য।

অভিযান শেষে ১৬৫ টাকায় এক লিটার সয়াবিন কিনতে পেরে বেশ খুশি হয়েই আনোয়ার হোসেন নামে অ’পর ক্রেতা বলেন, দোকানদার বেশি লাভ করার জন্য আগের সয়াবিন তেল মজুদ করছিলো। কিন্তু লাভ হইলো না, ভোক্তার অভিযানে পুরনো সেই সয়াবিন তেল আগের দামেই বিক্রি করলো। মাঝখানে আম’রা বাড়তি বাজারে একটু কম দামে সয়াবিন কিনতে পারলাম।

আবুল কাশেম নামে অ’পর ক্রেতা বলেন, গতকাইলও হুনছি বাজারে তেল নাই। আর আইজ ভোক্তার অভিযানে তেল তো বাইর হইলোই, প্রকাশ্যে ব্যবসায়ীকে নাহে চুন-কালি দিয়া পূর্বের মূল্যের তেলগুলা উদ্ধার করে পূর্বের দামেই বেচাইয়া দিলো। আর ভোক্তার অ’ভিযানের কথা হুইনা মুইও বাজারে গোনে বাইর-ই হইনাই। বিকাশে থাহা ঢাহা উঠাইয়া লাইনে খাড়াইয়া, দুই লিটার সয়াবিন কেনলাম মাত্র ৩২৮ টাহায়। হেতে লিটার ১৬৪ টাকা পরলো কিন্তু এহনকার তেলের দাম তো আরো বেশি। খাড়াইয়া থাইক্যা কিছু টাহা তো বাঁচলো।

বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, তালতলী বাজারে আজকের পরিচালিত অভিযানে আগের মূল্যের ২৫০ লিটার বোতলজাত সয়াবিন উদ্ধার করা হয়। যা স্থানীয় জনগণের মাঝে ২ লিটারের প্রতি বোতল খুচরামূল্য ৩২৮ টাকা দামে এবং ১ লিটার প্রতি বোতল ১৬৫ টাকা দামে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।

এছাড়া প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও সাফিয়া সুলতানা জানান, শুধু বরিশালের শহরতলীতেই নয়, আজ গৌরনদীর টরকি বন্দরেও অভিযান চালানো হয়। সেখানে অ’ভিযানে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রয় করা এবং মূল্য তালিকা না থাকায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জ’রিমানা করা হয়। পাশাপাশি টরকি বন্দর থেকে ৩৩ হাজার লিটার খোলা সয়াবিন তেল উদ্ধার করা হয় এবং পূর্বের মূল্যে ক্রয়কৃত ৩ হাজার ২৫০ লিটার তেল ১৩৬ টাকা দামে স্থানীয় জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।

বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, জনস্বার্থে বাজার তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!