বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌরসভার মেয়র মিসেস সালমা আক্তার,সাালমা আক্তার বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ কে হুমকি দিয়েছেন বলে অভিযোগ।
জানা যায় এই মোবাইল নম্বরে 01711172468 কল করে 01819135502 পরে জনাব রবীন্দ্র ঘোষকে মানবাধিকার বিষয়ে নিয়ে কোন তদন্ত না করার নির্দেশ দিয়ে হুমকি প্রধান করেন সালমা আক্তার ।
উল্লেখ্য অঞ্জলী রানী সাহা- জেলার মির্জাপুর উপজেলার কালীবাড়ি রোড বাজারের একজন দরিদ্র হিন্দু পরিবার ও নাগরিক। অঞ্জলি রানীর বসৎঘর এবং কিছু জায়গা দখলের জন্য কিছু প্রভাবশালী লোক ষড়যন্ত্র করে আসছে বেশ কিছু দিন আগে থেকে।
শ্রীমতি অঞ্জলি রানী মিঃ ঘোষের কাছে একটি আবেদন করেছেন এবং স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছেন যেন কোন আইনানুগ কর্তৃত্ব ছাড়াই তার বসতবাটি থেকে তাকে উচ্ছেদ না করা হয়।
এডঃ ঘোষ ইতি মধ্যে এই সংখ্যালঘু নারীদের ভূমি অধিকার রক্ষার জন্য টাঙ্গাইল জেলার এসপি ও জেলা প্রশাসককে অবহিত করেন। কিন্তু মেয়র অবৈধভাবে স্থানীয় চেয়ারম্যানের পক্ষ নেন এবং অবৈধ উদ্দেশ্যে এই হিন্দু নারীর বিরুদ্ধে যুক্তি দিয়ে টাকার বিনিময়ে এবং আসামিদের পক্ষাবলম্বন করে অনধিকার কাজে সহযোগিতা করার মানসে এগিয়ে আসেন ।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এহেন অবৈধ হস্তক্ষেপের তীব্র নিন্দা করেছেন এবং এলাকার বাসিন্দারা এ বিষয়ে তীব্র নিন্দা জানান,অভিযোগ আছে মেয়র সালমা আক্তার বিশেষ বিশেষ কাজে সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করে আসছেন নিজের পরিচয় গোপনে উপরাগত জানান, ঐ চেয়ারম্যানর সাথে তার ভালো সম্পর্ক বলে হিন্দু শ্রীমতি অঞ্জলি রানী কে উছেদের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া আছে।
প্রশাসনকে এই ধরনের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যাতে সংঘটিত হতে না পারে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার দাবী জানাচ্ছে।