কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মোঃ মিজানুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১ টার দিকে উপজেলার ১ নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর কাচারীপাড়া গ্রামে এই মর্মান্তিক মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান লক্ষীপুর কাচারীপাড়া গ্রামের মোঃ মঞ্জু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মোঃ মিজানুর রহমান বাড়ির পাশে আম গাছ থেকে আম পাড়ার জন্য গাছে উঠে, তখন গাছের ডালের পাশে থাকা বিদ্যুৎতের তারের সাথে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে, আম গাছ থেকে ছিটকে পড়েন। এসময় আশেপাশের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেডিক্যাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমানের দুই বছর বয়সী একটি শিশু বাচ্চা আছে বলে ও জানা যায়।
মিজানুর রহমান এর এই অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের মাতামাতির বইছে।
কুলিয়ারচর থানার এসআই নয়ন জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। এবং পরিবার ও এলাকার জনসাধারণের অনুরোধে লাশ দাফনে কোনো প্রকার ময়না তদন্ত করা হয়নি।