কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার গভর্নিংবডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সপ্তম বারের মতো নির্বাচিত গভর্নিংবডির সভাপতি ও যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন,সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস,ইবতেদায়ী প্রধান মো. নজরম্নল ইসলাম সহ আরো অনেকে। এসময় মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় গভর্নিংবডির সভাপতি ও যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান নব নির্মিত মসজিদের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং মসজিদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।