চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকিতে আজ
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, চাঁদপুর স্যারের সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক মতলব দক্ষিণ উপজেলার মতলব দক্ষিণ বাজারে সয়াবিন তেলের উপর তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
এস দেকানের মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং সয়াবিন তেল বোতলের গায়ের রেটের চেয়ে বেশি দামে বিক্রি করায় সর্বমোট ০৫ টি ব্যবসা প্রতিষ্ঠান-নিয়াজী স্টোরকে ২০০০/-,নিয়াজী স্টোরকে ৩০,০০০/-,ফরাজী স্টোরকে ৫০০০/-, মোবারক স্টোরকে ৩০০০/- এবং বিপুল স্টোরকে ৭,০০০/- সহ প্রশাসনিক ব্যবস্থায় সর্বমোট ৪৭,০০০/- জরিমানা আরোপ করা হয়।
অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত জন্য অনুরোধ করা হয়।
সহকারী পরিচালক নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান এছাড়াও ৪০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে বোতলের গায়ের এম আর পি রেটে জনসাধারণের মাঝে বিক্রি করা হয়েছে।
সহযোগিতায় মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকশ টিম নিয়োজিত ছিল।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।