১১ ই মে বুধবার বিকাল ৩ টায় ফরিদগঞ্জ এ.আর.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্রীড়াসংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমাননের পরিচালনায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করেন চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান এমপি,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী,এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন,ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ,কাউসার আলম কামরুল,শরীফ খাঁন,আলাউদ্দিন ভুঁইয়া, মেহেদী হাসান মিরাজ,বুলবুল আহমেদ,আবু তাহের পাটোয়ারী, সাহাজান পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক হাজী কামরুল হাসান সাউদ,জি.এম.তাবাচ্ছুম,জাহাঙ্গীর পালোয়ান, ইসমাইল হোসেন, খলিলুর রহমান,পুতুল সরকার,নজরুল ইসলাম সুমন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ পৌরসভা একাদশ, ১৫ নং রুপসা উত্তর ইউনিয়ন একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে।