আজ জেলা প্রশাসন চাঁদপুর, জতীয় গোয়েন্দা সংস্থা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ অভিযানে চাঁদপুর সদরের বঙ্গবন্ধু সড়ক এলাকায় অভিযান চালিয়ে বসুন্ধরার সয়াবিন তেলের ডিলার মেসার্স এস কে এন্টারপ্রাইজকে পূর্বের কেনা তেল অতিরিক্ত দামে বিক্রি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মঞ্জুরুল মোর্শেদ কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় গোয়ন্দা সংস্থার উপপরিচালক জনাব আরমান আহমেদ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন।
অভিযানে নিরাপত্তায় সহায়তা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকশ টিম।
জাতীয় গোয়েন্দা সংস্থার উপপরিচালক জনাব আরমান আহমেদ দৈনিক বাংলার অধিকার কে জানান নায্যমূল্যে সয়াবিন তেল বিক্রি করতে, ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ এবং অবৈধভাবে তেলের মজুদ না রাখতে ব্যবসায়ীদের কঠোরভাবে সচেতন করা হয়েছে।
সয়াবিন তেলের উপর ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।