করোনায় আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। দেশে এসে করোনা পরীক্ষা করেই এই দুঃসংবাদ পেয়েছেন তিনি। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।
বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ‘সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। সাকিব আগামী ১৫ মে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন কি না জানতে চাইলে মনজুরের ব্যাখ্যা, ‘সে অর্থে কোনো সুযোগ নেই। কারণ আমাদের কোভিড প্রোটকল অনুযায়ী পজিটিভ আসলে তাকে ৫ দিন আইসোলেটেড থাকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ।