শ্রীনগরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন
দেখা দিক আর বার জন্মেরও প্রথম শুভক্ষণ”-এ স্লোগান কে সামনে রেখে নানা আয়োজনে শ্রীনগরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
১১ই মে বুধবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা অডিটোরিয়াম এ জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
শ্রীনগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী এর আয়োজনে।
শিশুদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
প্রতিযোগিতায় শ্রীনগর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিশু অংশগ্রহণ করে।বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মধ্যে মোট22জন শিশুকে পুরস্কার প্রদান করা হয়।
শ্রীনগর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোহাম্মদ শামীম হোসেন এর সঞ্চালনায়
শ্রীনগর উপজেলা নির্বাহি অফিসার জনাব প্রণব কুমার ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব গুল রওশান ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সুরাইয়া আশরাফী, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আব্দুল বাকি, সহকারী শিক্ষা অফিসার জনাব মঞ্জু দেওয়ান।