মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিশ্ব মা দিবস ২০২২ উপলক্ষে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ মে সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মা সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন।মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জাকির হোসেনের সঞ্চালনায় মা দিবসের আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তার জন্মদাত্রী মা কে নিয়ে স্মৃতিচারণ করে সন্তান হিসেবে ছেলে মেয়ে উভয়েই মার প্রতি দায়িত্ব পালনে সচেষ্ট থাকা, জীবদ্দশায় মা এর সাথে কোন সন্তান যেন সামাজিক, পারিবারিক, মানসিক যেকোনো অবস্থায় অশান্তি ও কষ্টকর অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে বিরত থাকার আহ্বান রেখে সন্তান মৃত্যু পর্যন্ত মায়ের জান্নাত কামনায় প্রার্থনা করা প্রত্যেক সন্তানের দায়িত্ব বলে মতামত প্রকাশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাব রেজিস্ট্রার কর্মকর্তা আফছানা বেগম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা অহিদুজ্জামান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা আমান উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তার রমজান আরা বেগম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম প্রমূখ।