রাজধানীর ডেমরায় ১৪ বছরের এক কিশোরী মেয়েকে উত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় ভুক্তভোগীর বাবা-মা ও ভাইকে স্থানীয় বখাটেরা বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার মেয়েটির বাবা ব্যবসায়ী কালাম বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ৪ জনকে আসামি করে ডেমরা থানায় মামলা করেন। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে। গত ৪ মে সন্ধায় মধ্য হাজীনগর এলাকায় বখাটেদের মারধরের শিকার হন ভুক্তভোগীরা। এদিকে গত ২ মে বেলা ১১ টার দিকে বখাটেদের শ্লীলতাহানির শিকার হয় মেয়েটি। অভিযুক্তরা হলো- ডেমরার হাজীনগর এলাকার চিহ্নিত বখাটে সৌরভ (২৫), জহির (২৬), ইমরান (২৫) ও সাকিব (২৫)।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপরেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, হাজীনগর মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যয়নরত ওই মেয়েটি। স্কুলে যাওয়া আসার পথে নানা অঙ্গভঙ্গিমা করে বখাটে সৌরভ মেয়েটিকে উত্যক্ত করতো। গত ২ মে স্কুলে যাওয়ার পথে সৌরভ মেয়েটিকে টান দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে শ্লীলতাহানী করে। এ ঘটনা পরিবারের কাছে খুলে বলে ওই মেয়ে। এদিকে এ বিষয়ে ৪ মে মেয়ের ভাই শরিফ বখাটে সৌরভের কাছে প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে উক্ত ৪ বখাটে শরীফকে বেধড়ক মারধর করে। এ সময় তার মা বাবা এগিয়ে এলে তাদেরও রক্তাক্ত জখম করে বখাটেরা।