উজ্জ্বল কুমার সরকার নওগাঁ থেকেঃ
নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, ঠাকুরমান্দার নিউ রঘুনাথ মন্দিরে পূর্ন নির্মান উপলক্ষে বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী মসজিদের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে মন্দির। ভেদাভেদ ভুলে বিভিন্ন উৎসব ও পার্বনে যোগ দিচ্ছেন সকল ধর্ম ও বর্ণের মানুষ।
শনিবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের পুনঃ নির্মিত দর্শন মন্দির শিলান্যাস উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁরই বলিষ্ট নেতৃত্বে দেশের অর্থায়নে দৃশ্যমান হয়েছে পদ্মাসেতু। জনগনের চলাচলের জন্য খুব শিগগিরই এটি খুলে দেওয়া হবে। কিন্তু বিএনপির ভাইয়েরা এসব উন্নয়ন মেনে নিতে পারছেন না। তাঁরা বিভিন্ন ইস্যু তৈরি করে দেশেকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। তাঁদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দিবে না এ দেশের জনগন।
এতে বিশেষ অতিথি হিসেবে টেলিকন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ষ্ট্রাস্টের সিআইপি ভাইস চেয়ারম্যান তপন কুমার সেন এবং প্রকল্প পরিচালক দ্বীপঙ্কর মন্ডল প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আবু বাক্কার সিদ্দিক, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুল খালেক,মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন মন্ডল, সহ- সভাপতি মির্জা মাহবুব বাচ্চু,আবুল কালাম আজাদ, প্রবীণ কুমার দাস,অনুপ কুমার মহন্ত,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আবু বাক্কর সিদ্দিক,গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামী লীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ শেখ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মান্নান, রবিউল ইসলাম, ভারশোঁ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান সুমন,পরানপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল এবং চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র চৌমাশিয়া ৯নং-ওর্য়াডের কৃষকলীগের সাধারন সম্পাদক উজ্জ্বল চন্দ্র সরকার প্রমুখ।