মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম
শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী-যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক ডিউক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মাহফুজুর রহমান উজ্জল,উপ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মোঃ আলমগীর হোসেন শাহ জয় সহ-সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এডভোকেট মোঃ নাজমুল হুদা নাহিদ কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মোঃ আবুল মজিদ আপেল সভাপতি ঠাকুরগাঁও জেলা যুবলীগ সহ আরো উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ও রাজারহাট উপজেলা পারিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি, রাজারহাট উপজেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক কুমোদ সরকার, যুগ্ম আহবায়ক মো ছামিউল ইসলাম ও যুগ্ম আহবায়ক আসিকুল ইসলাম সাবুসহ ইউনিয়ন পর্যায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।