উজ্জ্বল কুমার সরকার নওগাঁ থেকেঃ
নওগাঁয় ব্রীজের নিচে পানিতে ভ্রাসমান অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ। নওগাঁ-রাজশাহী মহাসড়কের (হিন্দুবাঘা-বেলিব্রীজ) নামক স্থানে ৭ মে শনিবার সকাল ৮ টারদিকে (ব্রীজের নিচে) পানিতে ভ্রাস্যমান অবস্থায় এক নারীর মৃতদেহ দেখতে পেয়ে স্থানিয়রা ঘটনাটি থানা পুলিশ কে জানায়৷ খবর পেয়ে নওহাটামোড় ফাঁড়ি পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পানিতে ভ্রাসমান থাকা অবস্থায় বৃদ্ধা (নারীর) মৃতদেহ পানি থেকে তুলে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে দুপুরের দিকে ময়না তদন্তের জন্য মৃতদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ শনিবার রাত পনে ৯ টারদিকে প্রতিবেদককে জানান, প্রথমে অজ্ঞাতনামা নারীর মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে বৃদ্ধা নারীটির মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে এরকিছু পরই উদ্ধারকৃত বৃদ্ধার পরিচয় পাওয়া যায় জানিয়ে ওসি আরো বলেন, তার ভাই সহ স্বজনরা জানিয়েছেন,উদ্ধারকৃত নারীটির বয়স ৭২ বছর, সে মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে ঘুরাফেরা করতো, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে বৃদ্ধাটি ঘটনাস্থলে পা ফসকে পড়েগিয়ে মৃত্যু বরণ করতে পারে। ময়না তদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানাযাবে বলেও জানিয়েছেন ওসি।