সিঙ্গাপুরের বুকে একখণ্ড সিরাজগঞ্জ হয়ে উঠেছে সিরাজগঞ্জ জেলা সোসাইটির সদস্যদের সম্মিলিত হওয়ার কারনে এই সোসাইটির সদস্য হিসেবে সিঙ্গাপুর অগ্রণী এক্সচেঞ্জের সিইও,
আবু সুজা শরিফুল ইসলামকে সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনিত করেছে সংগঠনের সদস্য বৃন্দ, সিরাজগঞ্জ জেলা সোসাইটি সিরাজগঞ্জ জেলার সিঙ্গাপুর প্রবাসীদের গড়ে তোলা সামাজিক সংগঠন হিসেবে পরিচিত, একতাবদ্ধতাই শক্তি একতাবদ্ধতাই বল, এই স্লোগানকে সামনে রেখে বিদেশের মাটিতে একতাবদ্ধতা গড়ে তোলার লক্ষে, তরুণ প্রবাসীদের উদ্যোগে জেলাবাসীর যেকোন দুর্যোগে অসহায়দের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষে, প্রবাসিরা সংগঠন রুপে দাঁড় করিয়েছেন, মোঃ তাহাজ্জত হোসেন রাজু, সরকার আল আমিন, সাজিদুল ইসলাম সোহাগ, মোঃ সুজন মাহমুদ, সহ,আরও অনেকেই, খুব শিগ্রই কমিটি রুপে গড়ে তুলবেন বলে জানিয়েছেন, সরকার আল আমিন ।তাহাজ্জত হোসেন রাজু বলেন, আমরা শুধু সিঙ্গাপুর একে ওপরের বিপদে ও প্রয়োজনে কাজ করবো না। জেলার ভিতরে অসহায় পরিবার গুলোকেও আমাদের সাধ্য মতো সহায়তা করবো ইনশাআল্লাহ, আমাদের লক্ষ হবে মানবতাবাদী কাজ করা,, এমন মহৎ উদ্যোগ ও মানবিকতা দেখে সিঙ্গাপুর অবস্থানরত, অগ্রণী ব্যাংকের সিওও পরিচালক, আবু সুজা মোহাম্মদ শরিফুল ইসলাম এগিয়ে আসতে আগ্রহী হয়। মানবিক কাজের সাথে থাকতে, সিরাজগঞ্জ জেলার সকল প্রবাসীর প্রস্তাবে আবু সুজা মোহাম্মদ শরিফুল ইসলাম,, সিরাজগঞ্জ জেলা সোসাইটি সিঙ্গাপুর এর সম্মানিত উপদেষ্টা নির্বাচিত করা হয়,, এবং আবু সুজা মোহাম্মদ শরিফুল ইসলাম ভাই এর হাত দিয়েই সিরাজগঞ্জ জেলা সোসাইটি সিঙ্গাপুর, সামাজিক সংগঠন হিসেবে অনুমোদন দেওয়া হবে খুব শিগ্রই