নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর কমলাপুর,স্বামীবাগ,ডেমরার বামৈলসহ বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের আনন্দের নহর বইয়ে দিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ঘাসফুলের উদ্যোগে অর্ধ-শতাধিক শিশুর মাঝে ঈদ উপহার বস্ত্র বিতরণ করা হয়েছে।
গত পহেলা এপ্রিল (রবিবার )দুপুরে এবারের ঈদ আনন্দে বাদ যাবে না কোন শিশু’এই স্লোগান কে সামনে রেখে ঈদ উপহার বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের অর্থ-বিষয়ক সম্পাদক খোকন মিয়া বলেন,গত দুই বছর মহামারির মধ্যে এই শিশুদের পরিবার দুর্বিষহ জীবনযাপন করছে। যেখানে খাদ্যের যোগান দিতে পরিবার হিমশিম খাচ্ছে সেখানে ঈদে নতুন জামা ক্রয় বিলাসিতা ছাড়া কিছু নয়। ঈদের দিনটি যেন এই কোমলমতি শিশুগুলো আনন্দে অতিবাহিত করতে পারে সেজন্যই আমাদের এ উদ্যোগ। রঙ্গিন জামা পাওয়ার পর শিশুদের মুখে যে অকৃত্রিম হাসি দেখতে পাই এটাই আমাদের প্রাপ্তি।
এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক সালে আহমেদ বলেন,আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় আজ এই সংগঠনটি একটি জায়গায় এসে দাঁড়িয়েছে।করোনার ক্রান্তিলগ্নে ঘাসফুল সংগঠন সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি নিয়ে দাড়িয়েছে।সংকট পরবর্তী সময়ে বর্তমানে সহযোগিতার হাত বাড়িয়েছে দ্বিগুন।আপনারা সকলে এভাবে প্রতিনিয়ত পাশে থাকলে, পরবর্তী সময়ে আরও ব্যাপক আকারে পথশিশুদের নিয়ে এবং তাদের উন্নয়নে কাজ করবো।
উল্লেখ্য,২০১৫ সালে কয়েকজন যুবকের হাতে প্রতিষ্ঠিত ঘাসফুল প্রতিষ্ঠালগ্ন থেকে দেশীয় ও সৃজনশীল সংস্কৃতি চর্চার পাশাপাশি রক্তদান কর্মসূচী, বন্যার্তদের সাহায্য,স্কুল কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান ও শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণসহ নানান সামাজিক কর্মসূচী নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।