সীতাকুণ্ডে উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ ভাইয়েরখিল আম পাড়াকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের আম গাছ থেকে প্রতিবেশী এক পরিবার আম পেরে নিয়ে যাওযা কে কেন্দ্র করে কথা কথাকাটি হয়। একপর্যায়ে ১৫/২০ জনের একটি একটি সঙ্ঘবদ্ধ দল সীতাকুণ্ড প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক সবুজ শর্মার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়, এসময় সন্ত্রাসীরা স্হানীয় ইউপি সদস্য আবদুল মান্নান রানা পাঠিয়েছে বলে তারা জানায়, সন্ত্রাসীরা কেন তাঁর নাম ভাঙিয়ে হামলা করেছে, তা তাঁর জানা নেই বলে রানা দাবী করে। তিনি এ হামলার সঙ্গে সম্পৃক্ত নন।এই বিষয়ে সাবেক চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর বলেন, তিনি কোনোভাবে এ হামলার সঙ্গে জড়িত নন। হামলাকারীরা তাঁর নামও বলেছেন। তিনি এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তিনি তাঁদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এই হামলার ঘটনায়সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের হলে অভিযুক্ত ভিত্তিতে শনিবার বিকালে অভিযান চালিয়ে তিন আসমীদেরকে গ্রেফতার করে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোহাম্মদ হাসেম প্রকাশ আবুল হাসেম (২৮) পিতা মৃত আবুল মুনছুর চৌকিদার, মোহাম্মদ আকবর (২৩) পিতা নুর সোলেমান ও মোঃ রাকিব (২৪) পিতা অজ্ঞাত আটক।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অভিযুক্ত আরো আসামীদের গ্রেফতার অব্যাহত রয়েছে।দ্রুত তাদেরকেও গ্রেফতার করা হবে।