বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কুলিয়ারচরে মেসার্স সালমান এন্টারপ্রাইজের উদ্বোধন সিরাজদিখানে স্মার্ট কার্ড বিতরণ উপজেলা পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক  ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস আজ ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু মাষ্টার কে কুপিয়েছে দূর্বৃত্তরা ব্যস্ত প্রবাস জীবনে আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাৎসরিক বনভোজন ও পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বাংলাদেশী যুবক গ্রেফতার ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন চিন্ময় কৃষ্ণদাস এর মুক্তির দাবিতে হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-২৩ কুলিয়ারচরে ৪ ইউপি চেয়ারম্যান অপসারণ, অফিস আদেশ জারি আবুধাবির লিওয়া এলাকায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেন প্রবাসী মোহাং শাহিন আলম। মুক্তি পাচ্ছে শওকত সজল অভিনীত ‘ভয়াল’
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

সাবেক উপজেলা চেয়ারম্যান ডি এম জিয়ার পক্ষ থেকে ইফতার বিতরণ 

সোহেল রানাঃ / ৩২৮ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ১০:১৭ অপরাহ্ণ

সোহেল রানা বাগমারা প্রতিনিধিঃ

 

পবিএ মাহে রমজান উপলক্ষে  রাজশাহী বাগমারা উপজেলায় আউচ পাড়া ইউনিয়ানের রক্ষিত পাড়ায় বি এন পির দলের  সাবেক সভাপতি ও সাবেক  উপজেলার চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান জিয়া  ইফতার বিতরন করেছে।

 

৩০শে এপ্রিল২৮ রমাজান রোজ শনিবার বিকাল,৫’৩০ মিনিটে বাগমারা উপজেলায় ৫ নং আউচ পাড়া ইউনিয়ানের ৩ নান্মার ওর্য়াডের রক্ষিত পাড়া

গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে।

বি, এন, পির দলের সাবেক সভাপতি ও  উপজেলার সাবেক চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান জিয়া এর উদ্যোগে প্রায় ৫০০০ হাজার  জন গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন   বাগমারা উপজেলা বি এন পির  সদস্য সচিব সামসুজ্জোহা সরকার, বাদশা। আউচ পাড়া ইউনিয়ন বি এন পির সাধারন সস্পাদক বাবুল হোসেন, শ্তভডাঙ্গা ইউনিয়ন বি এন পির সভাপতি শফিকুল ইসলাম, মাড়িয়া ইউনিয়ন বি এন পির সভাপতি প্রভাষক আসলাম হোসেন, গোয়ালকান্দি ইউনিয়ন বি এন পির সভাপতি জহরুল ইসলাম খোকন, সাধারন সস্পাদক একরামুল হক, দ্বীপ পুর ইউনিয়ন বি এন পির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন বি এন পির সাধারন সস্পাদক আব্দুস সালাম, ছাএ দলের  সহ সাংগঠনিক সম্পাদক  নুর আমিন সহ বি এন পি ও অঙ্গ সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ইফতার বিতরণ শেষে সকল মানুষের  উদ্দেশ্যে বলেন, শাফিকুল ইসলাম  বলেন, বি, এন,  পির শুধু বাগমারা নয় পুরো পশ্চিম বাগমারার রাজনীতির বর্তমান অভিভাবক, আমাদের সকলের প্রান প্রিয় নেতা  ডি এম জিয়াউর রহমান  জিয়া ভাইয়ের পক্ষে আজকের এই ইফতার বিতরণ। বি এন পির  উন্নয়নের কারিগর, যাকে উন্নয়নের ফেরিওয়ালা বলে জানি, আমাদের ডি এম জিয়াউর রহমান  জিয়া ভাই, ও তার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন।

 

তবে বাগমারা উপজেলার সাবেক সভাপতি ও সাবেক এই চেয়ারম্যান এমন উদ্যোগ সত্যিই প্রশংসা দাবিদার। তার এমন অসংখ্য জনহিতকর তথ্য এখন প্রতিটি মানুষের মুখে মুখে। নাম প্রকাশে অনিচ্ছুক অসংখ্য মানুষ এখন বলছে,  ডি এম জিয়াউর রহমান জিয়া  একজন মুসলমান পরিবারের সন্তান, অথচ

হিন্দুদের প্রতিটা বিশেষ দিনে যা কিছু করে তা বলার নয়। মুসলমানদের প্রতিটি ঈদেই সেমাই, চিনি বিতরণ, পাঞ্জাবি শাড়ি ও লঙ্গি বিতরণ করে। এমনকি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্মবার্ষিকীতে ছিন্নি বিতরণ সহ জায়নামাজ বিতরণ করে থাকেন। যা বহু মিডিয়ায় প্রকাশ হয়েছে। আমরা সাধারণ মানুষ হিসেবে ডি এম জিয়া দীর্ঘায়ু ও আগামী নেতৃত্ব কামনা করি।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!